বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের পাহাড়তলীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ (২৫) নামে একজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সবুজের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

বুধবার গভীর রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানান পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ।

কাশ্মির বীরাঙ্গনা

তিনি বলছেন, নিহত সবুজ পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় থাকতেন। এলাকার মানুষ তাকে চেনে ‘পিচ্চি সবুজ’ নামে।

সবুজের বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

এ অভিযানে ওসি সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশে তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ।

ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ