রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ওয়াশিংটনের জাদুঘরে ধরা পড়ল জাল বাইবেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি জাদুঘরে হিব্রু বাইবেলের আদি পাণ্ডুলিপির ৫টি খণ্ড জাল প্রমাণিত হয়েছে। পাণ্ডুলিপিগুলো জাদুঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে বলেও জানা গেছে।

হিব্রু বাইবেলের পাণ্ডুলিপির আদি নিদর্শন ধরা হয় ডেড সি স্ক্রলকে। এতদিন এর জাল খণ্ডগুলোই প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল ওয়াশিটন ডিসির বাইবেল জাদুঘরে।

শেষপর্যন্ত পরীক্ষা-নিরীক্ষার পর খণ্ডগুলো জাল প্রমাণিত হওয়ায় জাদুঘর কর্তৃপক্ষ সেগুলো সরিয়ে ফেলে। আদি হিব্রু বাইবেলের ১৬টি খণ্ড ছিল ওয়াশিংটনের বাইবেল জাদুঘরের কাছে। এর মধ্যে ৫টি খণ্ড পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল জার্মানিতে।

জাদুঘর কর্তৃপক্ষ বলেছে, পরীক্ষার ফলাফলে পাণ্ডুলিপির আদি রুপের সাথে এগুলোর অসঙ্গতি ধরা পড়েছে। ৫০ কোটি ডলার ব্যয় করে ২০১৭ সালে বাইবেল জাদুঘরটি চালু করেন একজন খৃষ্টান এবং ধনকুবের স্টিভ গ্রিন।

হিব্রু বাইবেলের প্রথম খণ্ডের খোঁজ মিলেছিল ১৯৪৭ সালে।তখন এটি পাওয়া গিয়েছিল ডেড সি'র উত্তর পশ্চিম তীর থেকে এক কিলোমিটার পশ্চিমে কামরান নামের পাহাড়ি মরু এলাকার গুহা থেকে।

এক বেদুঈন বালক ভেড়া চড়াতে গিয়ে এই পাণ্ডুলিপিটি পেয়েছিল। বেদুঈন বালকের পরিবার সেই পাণ্ডুলিপি পুরাকীর্তি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিল। পরে সেই পাণ্ডুলিপি খৃষ্টান ধর্মযাজকের হাতে যায়।

সবাইকে বিদায় জানিয়ে অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ