রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ইউরোপকে রাশিয়ার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র স্থাপনের অনুমতি দিলে ইউরোপ রাশিয়ার লক্ষ্যে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে যেসব দেশ পরমাণু ক্ষেপণাস্ত্র কিনবে তাদেরও সতর্ক করেছেন তিনি। বুধবার ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব হুঁশিয়ারি দেন পুতিন।

স্নায়ুযুদ্ধ সময়কালীন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার পরই এবার ইউরোপকে হুঁশিয়ারি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১৯৮৭ সালের ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস- আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরিকল্পনা আছে বলে দাবি করেন তিনি। এতে করে সারাবিশ্বে আবারো অস্ত্র প্রতিযোগিতা শুরুর আশঙ্কা করছেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সব চুক্তিই যদি বাতিল হয়ে যায়, তবে কোনো বাধাই থাকছে না। আর এতে করে অস্ত্র প্রতিযোগিতা বাড়তে থাকবে। আর এটি হবে বিপদজনক। অস্ত্র প্রতিযোগিতার চেয়ে আর কোনো কিছুই এতোটা বিপদজনক নয়।

বাধ্য হলে ইউরোপও হামলার লক্ষ্যে পরিণত হবে বলে হুঁশিয়ার করেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র সব চুক্তি থেকে বেরিয়ে যদি বেরিয়েই যায়, তবে প্রশ্ন ওঠে তারা নতুন সব ক্ষেপণাস্ত্র দিয়ে কী করবে? তারা যদি সেগুলো ইউরোপে দেয় তবে আমরাও এর জবাব দেব। যেসব ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনবে তারা আমাদের লক্ষ্যে পরিণত হবে।

শনিবার রাশিয়াকে নীতি ভঙ্গের দোষারোপ করে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। অভিযোগ অস্বীকার করে মস্কো। আগামী মাসে প্যারিসে বৈঠকে বসার কথা রয়েছে পুতিন ও ট্রাম্পের।

আরো পড়ুন-

প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ