আওয়ার ইসলাম: গ্রিসের পশ্চিমাঞ্চলে শুক্রবার সকালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত করেছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, লিবিয়ায়ও অনুভূত হওয়া এই ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। খবর চ্যানেল নিউজ এশিয়া।
গ্রিসের জিওডায়নামিক ইন্সটিটিউট জানিয়েছে, জাকিনথোস দ্বীপের ৫০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
গ্রিসের কর্মকর্তারা বলছেন, শক্তিশালী এই ভূমিকম্প রাজধানী এথেন্সসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ আলবেনিয়া, ইতালি, লিবিয়া ও মাল্টায়ও অনুভূত হয়েছে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আয়োনিয়ান সাগরে। আর এর গভীরতা ছিল ১৪ কিলোমিটার। তবে শক্তিশালী ওই ভূমিকম্পের পর জকিনথোসে আরও বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রা।
আরো পড়ুন- প্রস্তুত হচ্ছে ইসি, সপ্তাহ ঘুরলেই চূড়ান্ত মুহূর্তের ক্ষণ গণনা শুরু
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ