রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের অনন্তনাগ ও বারমুল্লা জেলায় পৃথক সংঘর্ষে ৮ গেরিলা ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্স টুডের বরাতে এ খবর জানা গেছে।

শুক্রবার (২৬ অক্টোবর) বারমুল্লা জেলার সোপারে নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।

অনন্তনাগ জেলার বিজেবেহারা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে বন্দুকযুদ্ধে চার গেরিলা নিহত হয়।

সংশ্লিষ্ট এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে বৃহস্পতিবার বিকাল ৪ টা নাগাদ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে সেখানে তল্লাশি অভিযান চালায়। এ সময় গেরিলারা যে বাড়িতে লুকিয়ে ছিল সেখান থেকে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তবে তারা যৌথবাহিনীর মুখোমুখি হলে উভয়পক্ষের মধ্যে দু’দফায় সংঘর্ষ হয় এবং রাত ৯টা পর্যন্ত তুমুল বন্দুকযুদ্ধ চলে। ওই ঘটনায় প্রথমে তিন গেরিলা ও পরে আরও এক গেরিলার লাশ উদ্ধার হয়।

নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রতিবাদে স্থানীয় মানুষজন ব্যাপক বিক্ষোভ প্রদর্শনসহ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। মারমুখী জনতাকে সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে এ সময় পেলেটগান ব্যবহারের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও শূন্যে গুলি ছুঁড়তে হয়। এর ফলে বেশ কিছু বেসামরিক আহত হয়।

অন্যদিকে, বারামুল্লা জেলায় দিনভর সংঘর্ষে দুই গেরিলা নিহত ও এক সেনাসদস্য আহত হয়। উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলাকালীন প্রতিবাদী তরুণরা সড়কে নেমে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনীকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়।

এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলওয়ামা জেলার দক্ষিণ ত্রালে সেনা ক্যাম্পে অজ্ঞাত গেরিলারা হামলা চালালে সেনাবাহিনীর এক সদস্য নিহত ও অন্য এক সদস্য গুরুতর আহত হয়েছেন। ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে গেরিলারা এ সময় কমপক্ষে ১৫ মিনিট ধরে গুলিবর্ষণ করে।

আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ