রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান খাশোগির বাগদত্তা চেঙ্গিজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হোয়াইট হাউজে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে দিয়েছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিস চেঙ্গিজ।

খাশোগির হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে ট্রাম্প তৎপর নন এ অভিযোগ তুলে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন চেঙ্গিজ।

চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধে চেঙ্গিজ বলেন, ‘যদি ট্রাম্প ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের অভ্যন্তরে সেদিন আসলে কি ঘটেছে তা উন্মুক্ত করার প্রচেষ্টায় প্রকৃতই অবদান রাখেন, তাহলে তার আমন্ত্রণ গ্রহণ করার বিষয়ে আমি বিবেচনা করবো।’

২৮ অক্টোবর  রবিবার হিজামা সুন্নাহর প্রথম দিন

গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি তার বিবাহবিচ্ছেদের দলিলপত্র সংগ্রহ করতে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বের হন নি।

সংবাদমাধ্যমে বিভিন্ন সূত্র উদ্ধৃত করে বলা হয়, সৌদি আরব থেকে আসা ১৫ জনের একটি দল তাকে কনস্যুলেটের ভেতরেই হত্যা করে এবং তার লাশ টুকরো টুকরো করে।-বিবিসি।

আরো পড়ুন- কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ