রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানিয়েছে হোয়াইট হাউস। জর্জিয়াতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে।

তিনি বলেন, রাশিয়া সফরের সময়  আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে প্রেসিডেন্ট পুতিনকে। এই সফর হতে পারে আগামী বছর। তবে জানা যায়নি প্রেসিডেন্ট পুতিন আমন্ত্রণ গ্রহণ করেছেন কি-না।

এর আগেও পুতিনকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছিলেন ট্রাম্প প্রশাসন। তবে সমালোচনার পর তা থেকে পিছু হটেছেন তারা।

বোল্টন বলেছেন, রাশিয়াকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের মূল্য দিতে হবে। আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হবো না।

আরো পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানে শুকরিয়া মাহফিল ৫ নভেম্বর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ