রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


মধ্যরাতে তরুণী লাঞ্ছিত: তিন পুলিশের শাস্তির সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:মধ্যরাতে অটোরিকশা থামিয়ে তরুণীকে অবান্তর, আপত্তিকর প্রশ্ন করা এবং ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছে তদন্ত কমিটি।

তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা।রোববার দুপুরে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) নাদিয়া জুঁই।

অভিযুক্ত তিনজন হচ্ছেন রামপুরা থানার এএসআই ইকবাল হোসেন ও পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএমের) দুই কনস্টেবল মিজানুর ও তৌহিদ।

নাদিয়া জুঁই বলেন, ‘প্রতিবেদনটি বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে পাঠানো হয়েছে। প্রতিবেদনে সেদিন রাতে উপস্থিত পাঁচ পুলিশ সদস্যের প্রত্যেকের ভূমিকা উল্লেখ করা হয়েছে।

এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত বাকি দুইজনের (কনস্টেবল জিতু ও রকিবুল) ভূমিকাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় পুলিশ তল্লাশির উদ্দেশ্যে সিএনজি চালিত অটোরিকশার এক নারী যাত্রীকে ‘অপ্রীতিকর’ মন্তব্য করে।

ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তুমুল সমালোচনা হচ্ছে। ওই ভিডিওতে দেখা যায়, তরুণীটিকে ইচ্ছা করে উত্তেজিত করার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা। আর তাকে নানা আপত্তিকর কথাও বলা হচ্ছে।

ভিডিওটি গভীর রাতে করা হয়েছে এবং পুলিশ সদস্যরা ওই মেয়েটিকে বারবার ধমকের সুরে জিজ্ঞাসা করছেন, এত রাতে তিনি কেন বের হয়েছেন, কোত্থেকে এসেছেন আর কোথায় যাবেন। পুলিশ সদস্যদের বক্তব্যের ভঙ্গীও ছিল আক্রমণাত্মক ও আপত্তিকর। আর এতেই ক্ষেপেন ওই নারী।

তর্কাতর্কির এক পর্যায়ে মেয়েটিকে অভদ্র, বেয়াদব ইত্যাদি নানা কথা বলার পাশাপাশি একজন পুলিশ সদস্য এমনও বলেছেন, ‘মনে হয় আপনি বিশ্বসুন্দরী’, ‘আমি কি আপনার সাথে টাংকি মারছি?’।

রাজধানীতে পুলিশের একটি তল্লাশি চৌকিতে ভিডিওটি করা হয়। তবে সেটি কোথায় করা হয়েছে তা স্পষ্ট নয়। আর ভিডিওতে পুলিশ সদস্যদের চেহারাও দেখা যায়নি। তবে মেয়েটির মুখে আলো ফেলে তার পুরো চেহারা দেখানোর ব্যবস্থা করে পুলিশ।

মুখে আলো ফেলে ভিডিও করায় আপত্তি করে ওই তরুণী বারবার বলছিলেন, তার ব্যাগ তল্লাশি করুক, কিন্তু এই কাজ পুলিশ করতে পারে না।

ফেসবুকে ভিডিওটি প্রচার করে এটি পুলিশের দায়িত্ব কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু জন। এভাবে একজন মানুষের সম্মানহানি করায় পুলিশ সদস্যদের শাস্তিও দাবি করেন তারা।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ