রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইহুদিদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইহুদিদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা ঘটেছে পিটসবার্গের একটি ধর্মীয় উপাসনালয়ে।

সেখানে ইহুদি ধর্মালম্বীরা স্টিফেন ওয়েইস নামের একটি ধর্মীয় অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন।বন্দুকধারী রবার্ট বাউয়ার্স সেখানে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে মাত্র ২০ মিনিটে ।

৪৬ বছরের বাউয়ার্স সিনোগগে প্রবেশ করে স্থানীয় সময় সকাল ১০টার কিছুক্ষণ আগে । তার হাতে ছিল একটি অ্যাসল্ট রাইফেল ও তিনটি হ্যান্ডগান। সুত্র: ফরাসি বার্তা সংস্থা এএফপি।

কওমি স্বীকৃতি ও হাইয়াতুল উলইয়ার কাছে আমাদের প্রত্যাশা

ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তি জানান, লবিতে অন্তত কয়েক ডজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। বলেন, যখন লবিতে গুলির শব্দ শুনতে পাই তখন আমরা চ্যাপেলে ব্যস্ত ছিলাম। আমি বুঝতে পারি এগুলো বন্দুকের গুলির শব্দ।

প্রতি শনিবারের মতো স্কুইরেল হিলে তারা জড়ো হয়েছিলেন ধর্মীয় অনুষ্ঠানে। বৃহত্তর পিটসবার্গে সবচেয়ে বেশি ইহুদি অধ্যুষিত এলাকা এটি।

একটি নবজাতকের নামকরণ করা কক্ষে বাউয়ার্স প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই লাগাতার গুলি করে ১১ জনকে হত্যা করে। নিহতদের মধ্য সবাই প্রাপ্ত বয়স্ক।

তাণ্ডব চালিয়ে পালানোর চেষ্টা করে। আর তখনই তাকে পড়তে  হয় একজন আইনশৃঙ্খলারক্ষাকারী কর্মকর্তার সামনে। তিনি তখন অতিরিক্ত পুলিশ পাঠানোর জন্য ফোন করছিলেন। এরপর তিনতলার একটি ভবনে নিজেকে আটকে রাখে রবার্ট বাউয়ার্স। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর তাকে গ্রেফতার করা হয়।

বাউয়ার্স পুলিশের কাছে আত্মসমর্পণ করে প্রথম গুলির ২০ মিনিটের মাথায়। শরীরে বেশ কয়েকটি আঘাত লাগার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায়, তার অবস্থা বেশ ভালো।

আরো পড়ুন- পরিবহন নেই রাস্তায়, ভোগান্তিতে চাকরিজীবি, শিক্ষার্থী ও জনসাধারণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ