রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


রাজধানীতে প্রতিবছর ছিন্নমূল মানুষের সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে প্রতিবছর গড়ে ২ হাজার ছিন্নমূল মানুষ বাড়ছে। সরকারি সমীক্ষা বলছে ঢাকায় এমন মানুষের সংখ্যা ১৬শ।

তবে বেসরকারি উন্নয়ন সংস্থার হিসেবে, ছাড়িয়েছে ৫০ হাজার। যারা ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত, নিরাপত্তাহীনতাও চরম। এদেরকে রাষ্ট্রীয় মূল ধারায় নিয়ে আসার দাবি সমাজকর্মীদের। যার ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতেও।

রাজধানীর এজিবি কলোনি বাজারের পাশে রাস্তার ওপরেই সাথির ছোট্ট সংসার। চার মাস আগে স্বামী ছেড়ে গেছে তাকে। এরপর থেকে দুই ছেলে-মেয়েকে নিয়ে এখানেই তার বাস। কোন আয় নেই, জীবন চলছে অন্যের দয়ায়।

ওল্ড এলিফেন্ট রোডের ফুটপাতের লিপির অবস্থা আরো খারাপ। এক মাস আগে তার ভাই এখানে তাকে ফেলে রেখে যায়। শারীরিক প্রতিবন্ধী এই মানুষটির পাশে দাঁড়িয়েছেন এই সমাজেরই কয়েকজন।

এই ছিন্নমূল মানুষের নেই স্থায়ী ঠিকানা, তাই পাননি জাতীয় পরিচয়পত্রও। ফলে সরকারের দৃষ্টিও পড়েনি তাদের ওপর।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ও নিজ তাগিদে তাদের জন্য কোন ব্যবস্থা নিচ্ছে না। মন্ত্রী বলছেন, কেউ আবেদন করলে পুনর্বাসন করা হবে।

সমাজবিজ্ঞানীরা বলছেন, যে মানুষটির অক্ষরজ্ঞান নেই, নেই নিজ অধিকারের ধারণা। তার পক্ষে আবেদন করা কঠিন, তাই সরকারকেই হাত বাড়ানোর তাগিদ।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ