রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ইরাক থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করতে হবে: হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের হিজবুল্লাহ বলেছে, আমেরিকা গোটা অঞ্চলেই উত্তেজনা ও অনিরাপত্তা জিইয়ে রাখতে চাইছে। এ লক্ষ্যে তারা ইরাক-সিরিয়া সীমান্তে আইএস সন্ত্রাসীদের ব্যবহারের চেষ্টা করছে।

আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির মুখপাত্র মুহাম্মাদ মাহি এ কথা বলেছেন। সিরিয়া সীমান্তে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সদস্যদের মোতায়েন করার পর তিনি এ কথা বললেন।

হিজবুল্লাহ মুখপাত্র বলেন, সিরিয়া সীমান্তে মোতায়েন স্বেচ্ছাসেবী বাহিনী সন্ত্রাসীদের সব ধরণের তৎপরতা নিয়ন্ত্রণ করবে। প্রতিরোধ সংগঠনগুলো যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

ইরাকে মার্কিন সেনা উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেছেন, মার্কিন সেনারা ইরাকের জাতীয় নিরাপত্তার পাশাপাশি প্রতিবেশি দেশগুলোর জন্যও হুমকি। মার্কিন সেনাদেরকে ইরাক থেকে বিতাড়নের জন্য সংসদকে ভূমিকা রাখার আহ্বান জানান মুহাম্মাদ মাহি।

তিনি আরও বলেন, আমেরিকা দায়েশ সন্ত্রাসীদের উপস্থিতির অজুহাতে ইরাকে থেকে যেতে চায়। কিন্তু তারা ইরাকের নিরাপত্তার জন্য ক্ষতিকর।

অপরাধ প্রমাণিত হলে সাত বছরের সাজা হতে পারে খালেদার
কুরআন হিফজ করলেই সাজা কমবে বন্দীদের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ