রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


পাকিস্তানে বাস নদীতে, নিহত ১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিয়ন্ত্রণ হারিয়ে পাকিস্তানে একটি যাত্রীবাহী বাস সিন্ধু নদীতে পড়ে গেলে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

পুলিশ বরাতে জানা যায়, উত্তরাঞ্চলীয় পাকিস্তানে রোববার রাতে এই দুর্ঘটনায় ওই ব্যক্তিরা নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা আব্দুল গফুর বলেছেন, বাসটি গিলগিট বালতিস্তানের ঘিবেরতি থেকে রওয়ালপিন্ডি যাচ্ছিল।

তিনি জানান, কোহিস্তান জেলা দিয়ে যাওয়ার সময় বাসটি গড়িয়ে সিন্ধু নদীতে পড়ে যায়। গফুর বলেন, ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সামান্য আহত অবস্থায় একজন নারীকেও উদ্ধার করা হয়েছে।

এদিকে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন নারী ও শিশু রয়েছে।

জরুরি প্রতিক্রিয়া টিমের প্রতিনিধিরা জানিয়েছেন, উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এবং সব মৃতদেহ নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা জানাচ্ছেন, নিহতদের অধিকাংশই গিলগিট-বালতিস্তানের বাসিন্দা।

পুলিশ বলছে তাদের ধারণা পার্বত্য এলাকার পিচ্ছিল রাস্তার ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পাকিস্তানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। নিরাপত্তার স্ট্যান্ডার্ড না মানা এবং ট্র্যাফিক আইন অমান্য করার কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন-
৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ