রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


ফিলিস্তিনে ২০ হাজার অবৈধ বসতি নির্মাণ করবে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন দখলের জোর কোশেশ করছে ইহুদীবাদী ইরসায়েল। এবার তারা ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো ২০ হাজার অবৈধ বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছে।

ইসরায়েলর ভূমি দখলের নীতির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে প্রস্তাব। আন্তর্জাতিক  এ মতামতের পাত্তা না  দিয়ে এ উদ্যোগ নিয়েছে তেল আবিব। খবর পার্সটুডের।

যেসব এলাকার ঐতিহাসিক ও কৌশলগত বিশেষ গুরুত্ব রয়েছে  শুধু সেসব এলাকায় ইসরায়েলএই বসতি স্থাপন করতে যাচ্ছে ।

ইসরায়েলের গৃহায়ণ ও নির্মাণমন্ত্রী উয়োভ গালান্ত বলেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়। ছয় দিনের  এ যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল দখল করে নেয় ফিলিস্তিণের  পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস।

পরবর্তী সময়ে ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাসকে নিজের ভূখণ্ড বলে দাবী করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই পদক্ষেপ  এবং দাবীর পক্ষে স্বীকৃতি কখনো-ই  দেয়নি ।

আরো পড়ুন- ৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ