আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও অাপিল বিভাগ বর্জন করবে অাইনজীবী সমিতি। আগামীকাল বুধবার এ কর্মসূচি পালন করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে বেআইনি- উল্লেখ করে এ কর্মসূচির ঘোষণা দেন তারা।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রায়ের প্রতিক্রিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করেন সুপ্রিম কোর্ট অাইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল অাবেদীন।
জয়নাল আবেদিন বলেন, ‘আমরা কখনও আদালত বর্জনের ঘোষণা দেই নাই। কিন্তু আজ (মঙ্গলবার) হাইকোর্টে রায়ের আগে পুরো কোর্ট এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে। আদালতে সরকারি আইনজীবী ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।'
হাইকোর্টে ইতোপূর্বে এমন ঘটনা আর ঘটেনি- উল্লেখ করে তিনি বলেন, ‘অতীতে কখনো দেখি নাই আদালতের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনী এভাবে কর্তৃত্ব করতে পারে। আজ সে ঘটনা ঘটেছে।'
আদালতের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য ও খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ও জাতীয় ঐক্যফ্রন্টের আইনজীবীবৃন্দ মিলিত হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সুপ্রিম কোর্ট বারের এ সভাপতি বলেন, ‘সাধারণ আইনজীবীদের আহ্বান জানাচ্ছি, বিচার বিভাগকে সমুন্নত রাখার জন্য, বিচার বিভাগের উপর হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদের জন্য এ কর্মসূচি পালন করবেন।’
তিনি বলেন, সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত বুধবার অামরা অাদালত বর্জন করবো। এটি বারের সিদ্ধান্ত। এ কর্মসূচি পালনে বাধা অাসলে অারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে একটি মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের বার ভবন প্রদক্ষিণ করেন সুপ্রিম কোর্ট বারের সদস্যরা।
আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’
এটি/আওয়ার ইসলাম