আওয়ার ইসলাম: ইতালিতে ভারী বর্ষণের কারনে বন্যায় ভেনিস শহরসহ উত্তর-পূর্বাঞ্চলের ৭০ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। এই ভয়াবহ বন্যায় ইতালিজুড়ে ৬ জনের প্রাণহানি হয়েছে।
দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে নির্মিত জলাধারের কারণে ভেনিসে অতিরিক্ত পানি উঠেছে।
প্রচণ্ড বাতাসের কারণে বন্যার পানি বড় বড় ঢেউ হয়ে ভেনিসের বিভিন্ন জায়গায় আছড়ে পড়ছে। কোথাও কোথাও ঢেউয়ের উচ্চতা ৫ ফুটের বেশি (১৫৬ সেন্টিমিটার) দেখা গেছে।
ইতালির রানি খ্যাত ভেনিসের তিন চতুর্থাংশ অংশই বন্যায় ভেসে গেছে। ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়া হয়েছে।
বন্যার পানি নিরসনে আমাদের লোকেরা কাজ করছে। অতিরিক্ত পানি যেন আরও বেশি না উঠতে পারে সেজন্য ব্যাবস্থা নেওয়া হচ্ছে।’
এই বন্যা পর্যটনের আকর্ষণীয় কেন্দ্রটিতে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। চলতি বছরেই এই শহরে এখন পর্যন্ত চার বার পানি উঠেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আরও পড়ুন-
সংবর্ধনা বিষয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না: প্রস্তুতি সভায় আলেমগণ
‘বেফাকভুক্ত কোনো মাদরাসা মাওলানা সাদ অনুসারী হলে বহিস্কার’
এটি/আওয়ার ইসলাম