রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৩ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


খাশোগির হত্যার বিষয়ে আগেই জানত যুক্তরাষ্ট্র, ব্রিটেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামাল খাশোগি হত্যার বিষয়ট আগেই জানতো দেশটির দুই প্রধান মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ব্রিটেন

এমনই এক বিস্ফোরক তথ্য সামনে এলো এবার? অন্তত তিন সপ্তাহ আগে থেকেই এ বিষয়ে জানতে পারেন ব্রিটিশ গোয়েন্দারা।

গতকাল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এক উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রও এ পরিকল্পনা আগে থেকে জানত

সাপ্তাহিক সানডে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার্স (জিসিএইচকিউ) খাসোগি হত্যা পরিকল্পনার বিষয়টি আগে থেকেই জানতে পারে।

প্রতিবেদনে আরও জানানো হয়, হত্যার জন্য রাজপরিবারের এক প্রভাবশালী সদস্যের নির্দেশ সম্পর্কেও অবগত ছিল তারা।

খাশোগি হত্যাকাণ্ডে মার্কিন সংশ্লিষ্টতা নিয়ে ওবামার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বেন রোডস বলেন, হোয়াইট হাউসের সম্মতি ছাড়া এত বড় অপরাধ সংঘটিত হয়নি।

সোমবার সুইজারল্যান্ডের দৈনিক ট্যাগস অ্যানজেইগারকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বেন।

আমেরিকার সবুজসংকেত নিয়ে বিন সালমান ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাচ্ছেন বলেও বেন রোডসের দাবি। একই সঙ্গে সৌদি আরব আমেরিকার সম্মতিতেই কাতারকে অবরুদ্ধে করে রেখেছেন এবং লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন।

খাশোগি হত্যা নিয়ে যা বললেন তার বাগদত্তা খাদিজা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ