আওয়ার ইসলাম: পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসায় রাজধানীর মহাখালীতে স্থাপিত ২৫০ শয্যার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতালটি উদ্বোধন করা হয়।
রাজধানীর মহাখালীর বক্ষব্যাধি ও ক্যান্সার হাসপাতালসংলগ্ন এলাকায় স্থাপিত হয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালটি।
পরিপাকতন্ত্র ও লিভার চিকিৎসায় সরকারি পর্যায়ে দেশে স্থাপিত এটি প্রথম বিশেষায়িত হাসপাতাল। ১০তলাবিশিষ্ট হাসপাতালটি লিভার ও পেটে সমস্যাজনিত রোগীদের সেবা দেবে। এখানে শিশু থেকে সব বয়সী রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হবে।
তাছাড়াও এখান থেকে তৈরি হবে বিশেষজ্ঞ গ্যাস্ট্রোলিভার চিকিৎসক। এ হাসপাতাল থেকে তারা উচ্চতর প্রশিক্ষণ নিতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবনের নিচতলা ও আন্ডারগ্রাউন্ডে ৫০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ৩২টি কেবিন ও দুটি ভিভিআইপি কেবিন থাকবে। তবে কতগুলো শয্যা ভাড়ার জন্য রাখা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এ হাসপাতাল পরিচালনায় থাকবেন একজন পরিচালক, একজন যুগ্ম পরিচালক, দুজন উপপরিচালক, চারজন সহকারী পরিচালক। এছাড়া প্রশাসনিক কার্যক্রম ও অন্যান্য বিষয় তদারকের জন্য থাকবেন পর্যাপ্ত কর্মকর্তা-কর্মচারী। এ জন্য জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে।
জানা গেছে, গ্যাস্ট্রোলিভার চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বিএমডিসির প্রতিনিধি দলের হাসপাতালটি পরিদর্শনের পর এ-সংক্রান্ত কোর্স চালু করা হবে। প্রতি বছর মেডিসিন, সার্জারি ও শিশু বিভাগে ১৫ জন করে মোট ৪৫ জন চিকিৎসক উচ্চতর প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন এখানে।
শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের প্রকল্প পরিচালক ও বিশিষ্ট গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ফারুক আহমেদ বলেন, এখানে আধুনিক সব ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ থাকছে।মেডিসিন ছাড়াও সার্জারি ও শিশুদের গ্যাস্ট্রোলিভারের সব ধরনের চিকিৎসাসেবা পাওয়া যাবে। বর্তমানে হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রক্রিয়া চলছে।
আজ থেকে একাদশ জাতীয় নির্বাচনের ক্ষণ গণনা শুরু