আওয়ার ইসলাম: মাদরাসাছাত্র আজিমের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে কয়েকশো মানুষ দিল্লির পুলিশ হেড কোয়ার্টার ঘেরাও করে গত মঙ্গলবার। মানুষের ক্ষোভ ও জমায়েত দেখার পর ব্যারিকেড তৈরি করে দিল্লি পুলিশ।
প্রদর্শনকারীদের দাবি এখনও থানায় কোনও এফআইআর দায়ের হয়নি আজিম হত্যা নিয়ে। স্থানীয় রাজনীতিকরা অভিযুক্তদের বাঁচাবার জন্য চেষ্টা করছেন। আজিমের বাবা মুহাম্মদ খলিল থানায় অভিযোগ দায়ের করতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।
এই খবরে ক্ষোভ বেড়ে যায় স্থানীয়দের মধ্যে। পুলিশ সদর সামনে এসে সেই ক্ষোভ প্রকাশ করে তারা। এক সময় ব্যারিকেড ভেঙে জোরালো প্রতিবাদ জানাতে থাকে। দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে প্রতিবাদকারীরা। তাঁদের সঙ্গে ছিল বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, দিল্লির মালভিয়া নগরের এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়। কিন্তু দুষ্কৃতীদের শনাক্ত করা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে চাইছে না পুলিশ।
পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি লেখা আছে। অপরাধীদের নাম দেওয়া হয়নি। পুলিশ এই ঘটনাকে খেলার ছলে ছেলেদের ঝগড়া বলে চালিয়ে দিতে থাকে। কিন্তু স্থানীয়রা জানায় অপরাধীরা সবারই পরিচিত।
মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!