সামিউল্লাহ সিয়াম: ছেলেটি মহিষের গাড়িতে করে কলা বিক্রি করে নিজের পড়ালেখার খরচ চালাত। কলাভর্তি গাড়ি নিয়ে একটি বিক্ষোভ মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় বিক্ষোভকারীরা ছেলেটির কলাগুলো হাতিয়ে নিতে থাকে।
এমন একটি ভিডিওদৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্যোসাল মিডিয়ায়। পাঞ্জাবের শেখপুরা নামক এলাকায় অমানবিক ঘটনাটি ঘটেছে বলে ‘ডেইলি জঙ্গ’ সূত্রে জানা যায়।
কলা বিক্রেতা মুহসিনের ভাষ্যমতে, সে বিক্ষোভকারীদের অনেক মিনতি করেছে। কিন্তু লুটেরাদের সামান্য দয়াও হয়নি ছেলেটির প্রতি।
মুহসিন আরো বলে, আমি যখন কান্না করতে করতে বাড়ি ফিরি, বাবা বলেন, দুঃখ করো না। আল্লাহ আমাদের আরো দেবেন।
ছেলেটির বাবা রমজান বলেন, আমরা গরিব মানুষ। আমাদের সঙ্গে অনেক বড় অন্যায় করা হয়েছে।
তিনি জানান, আমার ছেলে সকালবেলা বাত্তিচকে কলা বিক্রি করতে গেলে বিক্ষোভকারীরা তার কলাগুলো ছিনিয়ে নিয়েছে। বিক্ষোভকারীদের এমন আচরণ করা একদমই উচিত হয়নি। আমাদের কী দোষ ছিল, তারা আমার ছেলেটির সঙ্গে এমন অমানবিক আচরণ করল?
‘শুকরানা মাহফিল’ উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
এসএস