বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭

শিরোনাম :
আমিরকে শোকজ করা প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য বাংলাদেশ খেলাফত মজলিসের লিডারশিপ প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত জামি'আ ইকরায় উচ্চতর উলুমে হাদিস বিভাগের যাত্রা শুরু সংবিধান উপেক্ষা করে কাশ্মীরে মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু ন্যায্যতার ভিত্তিতে আসন সমঝোতা হওয়া প্রয়োজন: খেলাফত মজলিস ‘ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন জামায়াত আমির’ ভুল সংবাদের ভিত্তিতে ইসি শোকজ করেছে: মাওলানা মামুনুল হক এলপিজি গ্যাসের সংকট মোকাবেলায় সরকারের বড় পদক্ষেপ  ইসিতে শুনানির পঞ্চম দিনে আরও ৭৩ প্রার্থীর আপিল মঞ্জুর বিজিবিতে নিয়োগ পেয়ে যা বললেন ফেলানীর ছোট ভাই

আওয়ামী লীগের কার্যালয়ে আগুনে গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিসে আগুন দেয়া ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে সোতাল গ্রামের ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি কমলেশ ভট্টাচার্য বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় একটি মামলা করেন।

পরে পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলেন, বাগদিয়া গ্রামের মৃত কাজী নূর মুহাম্মদের ছেলে কাজী নজরুল ইসলাম, কাজী কুবায়েত হোসেনের ছেলে কাজী হুমায়ুন কবির ও মালেক কাজীর ছেলে নুর কাজী।

আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বারুইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাপ্পী শাহরিয়ার জানান, প্রতিদিনের মতো রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়।

রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। সকালে নামাজ পড়তে বের হয়ে স্থানীয়রা আগুন দেখে পুলিশকে খবর দেয়। আগুনে নির্বাচনী কার্যালয়ের বেড়া, পোস্টার, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বুধবার রাতের কোনও একসময়ে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রাম থেকে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাকি আসামিদেরও আটকের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ