সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

মালিক বিন দিনার রহ. এর বাড়িতে ভয়ংকর এক চোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ জাকারিয়া>

মালিক বিন দিনার রহ.এর বাড়িতে একদিন এক ভয়ংকর চোর এসেছে। চোর সে-সময়ের সবচেয়ে কুখ্যাত দুর্ধর্ষ চোর হিসেবে খ্যাত ছিলো।

দীর্ঘসময় খোঁজাখুজি করেও মালেক বিন দিনার রহ. এর ঘরে একটি কানা কড়িও পেলো না চোর বাবাজি। এরপর ভালোকরে সামনে তাকিয়ে দেখলো মালিক বিন দিনার জায়নামাজে নামাজ পড়ছেন।

মালেক বিন দিনার সে-সময় সালাম ফিরালেন। দেখলেন, ঘরে কিছু না পেয়ে চোর হাবার মতো দাঁড়িয়ে আছে। মোক্ষম সুযোগ পেয়ে মালিক বিন দিনার চোরকে বললেন-

আমার ঘরে দুনিয়ার ভোগ বিলাসের উপকরণ খুঁজতে এসেছো। কিন্তু কিছুই পেলে না। পাবেও না কিছু। ক্ষণস্থায়ী দুনিয়ার কিছুই যে আমি জমা করিনি।

আচ্ছা তোমার কাছে কি আখেরাতের উপকরণ ও পাথেয় আছে কোনো কিছু? চোর বিস্ময়ে হতবাক হয়ে মালিক বিন দিনারের দিকে তাকিয়ে আছে- লোকটা বলে কী!

মালিক বিন দিনার তার দরদী হৃদয়ের ওয়াজ চালিয়ে গেলেন। এক সময় কুখ্যাত চোরের দু‘চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ফজরের সময় হয়ে গেলো। দু‘জনেই একসঙ্গে মসজিদে নামাজ আদায় করতে চললেন।

মুসল্লিরা দেখে তো হতবাক- এতো ভয়ংকর চোর এতো বড় আলেমের সাথে! তাও আবার মসজিদে নামাজ পড়তে এসেছে! কীভাবে সম্ভব!

মালিক বিন দিনার রহ, ফজর সবাইকে উদ্দেশ্য করে বললেন, সে আমাদের বাসায় চুরি করতে এসেছে।
আমি তার দিল চুরি করে নিয়েছি। তার পরিবর্তন এসেছে।

এজন্যই বলা হয় ( الكلمة الطيبة مفتاح القلوب)
ماسمي القلب قلباً إلا لكثرة تقلب উত্তম কথা দীলের তালার চাবি। আর কলবকে কলব বলা হয় এ কারণে যে, তা অনেক বেশি পরিবর্তনশীল।

লেখক- শিক্ষক, জামিয়া মাদানিয়া রওজাতুল উলূম আলেখারচর বিশ্বরোড, কুমিল্লা

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ