আবদুল্লাহ তামিম: প্রতিবছর অনুষ্ঠিত বাংলাদেশের তুরাগ তীরে তাবলিগ জামাতের সর্ববৃহৎ বিশ্ব ইজতেমা দুই দফা হওয়ার বিষয়ে জারি করা একটি সার্কুলারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী অ্যাডভোকেট শাহ্ মুহাম্মদ নুরুল আমিন এ রিট আবেদন করেন। পরে রিটের বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
অ্যাডভোকেট শাহ্ মুহাম্মদ নুরুল আমিন বলেন, ধর্ম মন্ত্রণালয় দুই দফায় বিশ্ব-ইজতেমা আয়োজনের জন্য যে সার্কুলার জারি করেছে সেটা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ ৪ জনকে বিবাদী করা হয় বলেও জানান তিনি।
উল্লেখ্য, তাবলিগ-জামাতের ভেতরে দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে বেশকিছু দিন ধরে। চলমান এ দ্বন্দ্ব-সংঘাতের কারণে পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না এবারের বিশ্ব ইজতেমা। তবে নতুন করে তারিখ নির্ধারণ করে ইজতেমার কথা বলেছেন ধর্মপ্রতিমন্ত্রী। আজই এ বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।
-এটি