আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে শাহ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, জোটের সিদ্ধান্ত ও দলের নির্দেশনার প্রতি আনুগত্য প্রদর্শনের লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন। জোটের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি।
এর আগে হাতিয়া উপজেলা সদরে অনুষ্ঠিত ১০ দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে আব্দুল হান্নান মাসউদকে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আরএইচ/