বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


কক্সবাজার ও টেকনাফে গোলাগুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজার ও টেকনাফে গোলাগুলিতের ৩ জন নিহত হয়েছেন। তাদের মাদক ব্যবসায়ী ও ডাকাত বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

সকালে টেকনাফে বাহারছড়া ঘাট এলাকায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে দুই মাদক ব্যবসায়ী। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। র‌্যাব জানায়, গতরাতে তাদের একটি দল টেকনাফে ইয়াবা উদ্ধারে অভিযানে যায়। এসময় বাহারছড়া ঘাট এলাকায় ওঁৎ পেতে থাকা ইয়াবা ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হয় ২ জন।

পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে ইয়াবাসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এদিকে, কক্সবাজারের মাতারবাড়িতে গোলাগুলিতে নিহত হয়েছে একজন। নিহত জামাল উদ্দিনকে ডাকাত বলে দাবি পুলিশের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ