আওয়ার ইসলাম: বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে ধর্মমন্ত্রণালয়ে প্রতিনিধিদের বৈঠক পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ করা হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় এ বৈঠক হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে পিছিয়ে ৩ টায় দেয়া হয়েছে বলে আওয়ার ইসলামকে জানিয়েছে বৈঠক সূত্র।
এর আগে গতকাল বুধবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগের উভয় পক্ষ বৈঠকে সম্মিলিত ইজতেমা করার ব্যাপারে সিদ্ধান্ত নেন।
তবে সময় সল্পতার কারণে ইজতেমার তারিখ সে সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।
বেলা তিনটায় ইজতেমার তারিখ নির্ধারণী বৈঠকে উপস্থিত থাকবেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম ও মাওলানা ওমর ফারুক।
ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আরআর