আওয়ার ইসলাম: এবারের বিশ্ব ইজতেমা ১৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই ইজতেমা চলবে ১৭ তারিখ পর্যন্ত।
আজ বুধবার বেলা ৩ টায় ধর্মমন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা জুবায়ের আহমদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, খান শাহাবুদ্দিন নাসিম ও মাওলানা ওমর ফারুক।
ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ এ বৈঠকের সভাপতিত্ব করেন বলে জানা যায়।
এর আগে বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সম্মিলিতভাবে একটি ইজতেমা করার ব্যাপারে সম্মত হয়েছেন তাবলিগের উভয় পক্ষ।
বুধবারের বৈঠকে আরো সিদ্ধান্ত হয়, গতবারের মতো এবারও বিশ্ব ইজতেমায় নিজামুদ্দিনের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভী অংশ নিতে পারবেন না। এছাড়া মাওলানা সাদ কান্ধলভীর বিষয়ে প্রতিনিধি দলের দেওবন্দ সফর হচ্ছে না বলে জানানো হয়েছে।
-এটি