রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


পুলিশী বাধা; ঘরোয়াভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছাত্র জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেয়নি পুলিশ।

সুশৃঙ্খল এ সংগঠনটি কেন্দ্রীয় সার্কুলারে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ২৫জানুয়ারী সারাদেশে শান্তিপূর্ণ নানান কর্মসূচি ঘোষণা করে। বিশেষত র‌্যালি করার সিদ্ধান্ত ছিল। কিন্তু দেশের বেশিরভাগ জায়গায় কর্মসূচিগুলো পালন করতে দেয়নি স্থানীয় পুলিশ প্রশাসন।

এমনকি কোথাও কোথাও প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালির জন্য অবহিতপত্র ও অনুমতি লেটার নিয়ে থানায় গেলে সংগঠনের নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং অহেতুক হয়রানি করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সেক্রেটারি।

এদিকে পুলিশী বাধার মধ্যেও কেন্দ্রীয় ছাত্র জমিয়ত আজ শুক্রবার ২৫জানুয়ারি সকালে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা করে।

আলোচনা সভায় বক্তারা বলেন যুগের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্র জমিয়ত কর্মীদেরকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। ২৭বছরের প্রত্যাশা ও প্রাপ্তি উল্লেখ করে বক্তারা বলেন আগামীর প্রত্যকটি বছর হবে একেকটি সাফল্যের।

৬৪জেলায় সংগঠনের ভীত মজবুত করে বাংলার ৬৮হাজার গ্রামে ব্যক্তিগঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসার স্লোগান পৌঁছে দিতে হবে। আদর্শিক লড়াইয়ে আমরা ২৭বছরে যা অর্জন করেছি তারচেয়ে কয়েকগুণ বেশি কাজ করতে হবে আগামী এক দশকে। বক্তারা আরো বলেন সমাজ ও পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে নির্মাণ করতে হবে।

সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা এখলাছুর রহমান রিয়াদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সেক্রেটারি হুজায়ফা ইবনে ওমর, তথ্য-গবেষণা সম্পাদক শাহিদ হাতিমীর যৌথ পরিচালনায় সুচিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

অনুষ্ঠানে অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক বশিরুল হাসান খাদেমানী, জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়েতুল ইসলাম ছাত্র জমিয়ত বাংলাদেশর সাবেক সাধারণ সম্পাদক জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা মাহবুবুল আলম জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরের শিল্প বিষয়ক সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

যুব জমিয়ত বাংলাদেশের সাবেক সাধারণ সম্পাদক মুফতি গোলাম মাওলা, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুফতি আল আমিন কাসেমী, যুব জমিয়ত বাংলাদের সহ-সভাপতি হাফেজ বোরহান উদ্দিন ছাত্র জমিয়ত বাংলাদের সহ-সভাপতি সুহাইল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সহ সাধারণ সম্পাদক মাইনুদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, সহ -সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাজিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রেদওয়ান মাজহারী, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান ইয়ামিন, মাদরাসা বিষয়ক সম্পাদক সাব্বির আহমাদ, ঢাকা মহানগর সভাপতি (ভারপ্রাপ্ত) মুহাম্মদুল্লাহ কাসেমী, সেক্রেটারি আব্দুর রহমান নাদীম প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ