বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


বিমানবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে, ২ পথচারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বিমানবন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতে উঠায় দুই পথচারী নিহত হয়েছেন।

শনিবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগের কাগজপত্র থেকে জানা গেছে, তাদের নাম ডালিম (২০) ও মোবারক (২৭)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।

বিমানবন্দর থানার অপারেটর আকিদুল্লাহ বলেন, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দিলে ঘটনাস্থলে দুই পথচারী নিহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তার চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আহত হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ