বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

আল্লামা বাবুনগরীর সুস্থতা কামনায় হাটহাজারী মাদরাসায় বিশেষ দোয়া অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ২৯ জানুয়ারি মঙ্গলবার বাদ ফজর হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুস্থতা কামনা করে এক বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়ার পূর্বে হাটহাজারী মাদরাসার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা মাওলানা আনাস মাদানী ছাত্রবৃন্দসহ সকলকে দোয়ায় শরীক হওয়ার জন্য অনুরোধ করেন।

তিনি বলেন, আমাদের সকলের অন্যতম মুরুব্বী আল্লামা জুনায়েদ বাবুনগরী ঢাকার একটি প্রাইভেট হসপিটালে ভর্তি আছেন। গতরাতে তিনি আল্লামা বাবুনগরীর জামাতার মুঠোফোনে নিশ্চিত হয়েছেন, পূর্বের নানান অসুস্থতার পাশাপাশি নতুন করে হুজুরের হার্টের সমস্যা ধরা পড়েছে।

আনাস মাদানী সকলের কাছে হুজুরের জন্য বিসেষ দোয়া কামনা করেন। সাথে সাথে হাটহাজারীর অন্যান্য মুরুব্বীদের সুস্থতার জন্যও সকলকে দোয়া করতে বলেন।

এরপর সকলকে নিয়ে মাওলানা আনাস মাদানী সূরা ইয়াসিন ও দোয়া ইউনুসসহ দীর্ঘ সময় বিভিন্ন অজিফা পাঠের পরিচালনা করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর জন্য এই বিশেষ দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন জামিয়ার সিনিয়র উস্তাদ মাওলানা নুরুল ইসলাম সাদেক।

এতে উপস্থিত ছিলেন জামিয়া শিক্ষকবৃন্দ ও সমস্ত ছাত্র। এ সময় তারা আল্লামা বাবুনগরীর জন্য দোয়ায় কান্নায় ভেঙে পড়েন। সকলে কায়মনোবাক্যে বাংলাদেশের এই শীর্ষ আলেমের সুস্থতা কামনা করেন।

এছাড়াও মোনাজাতে দেশ-জাতি ও আলেম-ওলামার মুরুব্বী সকল উলামায়ে কেরামের জন্যও দোয়া করা হয়।

উল্লেখ্য, উক্ত দোয়া অনুষ্ঠানে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট জব্দ এবং এর প্রতিবাদে আজ বিকেলে হাটহাজারীর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ সম্পর্কে কোন আলোচনা করা হয়নি।

এদিকে বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন'আমুল হাসান ফারুকী সোশ্যাল মিডিয়াতে জানান, হুজুরের চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা আশঙ্কা করছেন, তাঁর রোগের জটিলতা যে আকার ধারণ করেছে, তা মারাত্মক ঝুঁকিপূর্ণ। রাজধানীর নামকরা অন্যান্য কয়েকটি প্রাইভেট হসপিটাল থেকেও এ ঝুঁকি নিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, তাঁকে এই আশঙ্কাজনক অবস্থা থেকে বের করে আনতে হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠান খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু হুজুরের নিকটজনরা জানান, ডাক্তারের এসব পরামর্শ তারা বাস্তবায়নেরর চিন্তাও করতে পারছেন না পাসপোর্টের জন্য। কারণ তাঁর পাসপোর্ট এখন সরকারের কাছে জব্দ করে রাখা হয়েছে।

বেশ কয়েকবার তা ফিরিয়ে দেয়ার আশ্বাস দেয়া হলেও তা আর দেয়া হয়নি। ফলে উন্নত চিকিৎসার অভাবে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বাংলাদেশের একজন সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বী ব্যক্তিত্ব।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ