রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


বাবুনগরীর সুস্থতায় দোয়া চাইলেন জুনায়েদ আল হাবীব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। সম্প্রতি তার শরীরের অবস্থা বেশি খারাপ হলে রাজধানীর খিলগাঁয়ের খিদমাহ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে খিদমাহ হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে তাকে শাহবাগের বারডেম হাসপাতালে আনা হয়। এখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে ‘দেশের শীর্ষ ওলামায়ে কেরামদের মধ্যমণি’ উল্লেখ করে তার সুস্থতার জন্য আল্লাহের কাছে দোয়া চান মাওলানা জুনায়েদ আল হাবীব। একইসঙ্গে দেশের সব মসজিদ ও মাদ্রাসায় বাবুনগরীর সুস্থতা কামনায় বিশেষ কুরআন খতম ও দোয়া-মোনাজাতের আহ্বান জানান তিনি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ