রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


স্বাস্থের উন্নতি: আপাতত বিদেশ যেতে হচ্ছে না আল্লামা বাবুনগরীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন হেফাজত ইসলামের মহাসচিব ও হাটজারী দরুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্থের উন্নতি হওয়ায় আপতত বিদেশ যেতে হচ্ছে না।

আজ বুধবার আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী আওয়ার ইসলামকে এ তথ্য জানিয়েছেন।

আল্লামা বাবুনগরীর শারীরীক অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, ডাক্তাররা রিপোর্ট দেখেছেন। আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন তারা। বিদেশ যাওয়ার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেননি।

এর আগে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট বিষয়ে জটিলতা থাকায় সারাদেশে বিক্ষোভ হওয়ার প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নাল আবেদীন পাসপোর্ট কপি নিয়ে শাহাবাগের বারডেম হাসপাতালে উপস্থিত হয়েছেন।

নিজের হাতে পাসপোর্ট দিয়ে আল্লামা বাবুনগরীর শরীরের খোঁজখবর নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় আল্লামা বাবুনগরী পাসপোর্ট সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী কিছুদিন যাবত একাধিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। জানা যায়, তার পাসপোর্ট জনিত সমস্যার কারণে দেশের বাহিরে চিকিৎসা নিতে পারছিলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাসপোর্ট ফিরিয়ে দিতে তীব্র দাবি ওঠে। হাটহাজরী মাদরাসার সামনে পাসপোর্ট ফিরে পেতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার দুপর ১২টা ৩০ মিনিটি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে ঢাকার খিদমা হাসপাতাল থেকে বারডেম হাসপাতালে আনা হয়। আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকী এ তথ্য জানিয়েছেন।

এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব মেজর মিয়া মুহাম্মদ জয়নুল আবদিনের সঙ্গে ফোনে কথা বলে পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সামরিক সচিব আশ্বাস দেন, আলোচনা করে আজকের মধ্যেই পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হবে।

হাটহাজারী মাদ্রাসার মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মুফতী সরওয়ার কামালও এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুফতী সরওয়ার কামাল আরো বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকের কাছেই তিনি বিষয়টি তুলে ধরেছেন এবং পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

উল্লেখ্য, আল্লামা জুনায়েদ বাবুনগরী একজন খ্যাতিমান আলেমে দ্বিন, কোরআন-হাদিস-ফিকাহসহ বিভিন্ন শাস্ত্রে রয়েছে তার গভীর পাণ্ডিত্য। তিনি দীর্ঘদিন ধরে দারুল উলুম হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস হিসেবে নিয়োজিত আছেন। একইসঙ্গে হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব পদেও বহাল আছেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি, হার্ট ও ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে ভুগছেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিগগিরই বিদেশ নেওয়া প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে আল্লামা শাহ আহমদ শফী নিজ উদ্যোগে বাবুনগরীর পাসপোর্ট ফেরত নেওয়ার জন্য চেষ্টা করায় পাসপোর্ট ফেরত পেয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ