বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী ইসলামী আন্দোলনের সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের বৈঠক আলিয়া মাদরাসায় ছুটি বেড়েছে ১১ দিন হজের জন্য নিবন্ধন করেছেন সাড়ে ৭৬ হাজার বাংলাদেশি রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান

আল্লামা আহমদ শফীর দুআ নিতে হাটহাজারীতে স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে অনুষ্ঠিত দাওয়াত ও তাবলীগের বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সুচারুরূপে আঞ্জাম দেয়ার জন্য আমি আল্লামা আহমদ শফী হুজুরের কাছে দু'আ চাইতে এসেছি। হুজুর ও বিশেষভাবে দু'আ করেছেন এবং ইজতেমার সার্বিক নিরাপত্তা, তত্ত্বাবধান ও কার্যক্রম সুন্দর এবং নির্বিঘ্নে করার অনুরোধ জানিয়েছেন।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করে তিনি হাটহাজারী মাদরাসায় যান এবং আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন।

বেলা তিনটায় তিনি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন। সাথে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস, ডিআইজি রুকনুদ্দিন, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মঈনুদ্দিন রুহি, মাওলানা আনাস মাদানী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।

এর আগে তিনি নানুপুর আল জামিয়াতুল ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা আল্লাহর উপর বিশ্বাসী। তারা শান্তিপ্রিয়। তারা কখনো অন্যায়ের সঙ্গে জরিত হতে পারে না।

শেখ হাসিনা কওমি মাদরাসার স্বীকৃতি দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তিলওয়াত করেন। তিনি আল্লাওয়ালা মানুষদের ভালবাসেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বের অনেক দেশেই সফর করেছি কিন্তু বাংলাদেশের মতো এতো ধর্মপ্রাণ মানুষ মক্কা-মদিনা ছাড়া অন্যকোথাও দেখিনি।

নানুপুরের মরহুম পীর মাওলানা জমিরউদ্দীন নানুপুরী রহ. আল্লাহ ওয়ালা লোক ছিলেন এবং আমি খুব কাছ থেকে তাকে দেখেছি বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা থেকে সকারে ফটিকছড়ি পৌঁছান আসাদুজ্জামান খান কামাল। তারপর তিনি সাবেক সাংসদ মরহুম নুরুল আলম চৌধুরীর কুলখানিতে অংশ নেন।

তিনি ফেরার পথে হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে দেখা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ