সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


‘এ সরকার বেশি দিন টিক‌বে না, শিগগিরই নির্বাচন হ‌বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করে কোনো সরকার কোনো দল ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারকেও সরে যেতে হবে। আর শিগগির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক প্রতিবাদ সভায় তিনি এসব মন্তব্য করেন।

খন্দকার মাহবুব হোসেন ব‌লেন, বঙ্গবন্ধু বাকশাল করেছিলেন, আইন করে একদল করেছিলেন। এবার শেখ হাসিনা প্রহসনের ভোটে দ্বারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। এ সরকার বেশি দিন টিক‌বে না, শিগগিরই নির্বাচন দি‌তে হ‌বে।

তিনি ব‌লেন, বিএন‌পির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে একমাত্র উপায় রাজপথ উত্তপ্ত করতে হবে। যতদিন পর্যন্ত রাজপথ উত্তপ্ত না হবে ততদিন পর্যন্ত খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় জেল থেকে বের করা যাবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস।

ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি অনুরোধ করে তি‌নি ব‌লেন, আপনারা একটি মাত্র ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, সেটা হল বেগম খালেদা জিয়ার মুক্তি। গণতন্ত্র ও প্রহসনের নির্বাচন সব কিছুই বলা হবে কিন্তু সবার আগে থাকবে বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন।

নাগরিক আন্দোলন ফোরামের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম সঞ্চালনায় প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য আবু না‌সের মুহাম্মদ রহমাতুল্লাহ, একাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হো‌সেন, সা‌বেক ছাত্রনেতা শাজাহান মিয়া সম্রাট প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ