আওয়ার ইসলাম: দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেলো। ফিরে এলো ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা-সংগ্রামের এই মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে বাঙালির প্রাণের মেলা, অমর একুশে গ্রন্থমেলা।
আজ শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। ভারতের বিখ্যাত কবি শঙ্খ ঘোষ ও মিশরের লেখক গবেষক , সাংবাদিক মোহসেন আল আরেশি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল এবং স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই বইমেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত ৯টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে যথারীতি রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
আরএইচ/কেপি