বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


তরুণ আলেম শাহাদাত ফয়সালের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তরুণ আলেমে দীন, লেখক ও গবেষক মাওলানা শাহাদাত হো‌সেন খান ফয়সাল (৩৩) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (৪ ফ্রেবুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ফুসফুসের সমস্যায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

মাওলানা শাহাদাত ফয়সাল সমকালীন প্রকাশনীর সম্পাদক এবং মাদরাসাতুন নুর এর প্রিন্সিপাল ছিলেন। এছাড়াও তিনি ছিলেন একজন উপস্থাপক ও বক্তা। আলোচিত টিভি রিয়েলিটি শো আলোকিত জ্ঞানীর ২০১৫ সালের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।

কুরআন গবেষণার জন্য তিনি গড়ে তুলেছিলেন কুরআন রিসার্চ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান। ব্যক্তিজীবনে খুবই বিনয়ী ও পরিশ্রমী মানুষ ছিলেন তিনি।

ঢাকা মাদরাসা ই আলিয়ায় পড়ালেখা শেষ করে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মাদ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে ‘বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইসলামিক স্টাডিজ বিষয়ের সিলেবাস ও কারিকুলাম : পর্যালোচনা’ শিরোনামে এম.ফিল কোর্সে গবেষণারত ছিলেন।

আজ বাদ আসর বংশাল, সুরিটোলা জা‌মে মস‌জি‌দে তার না‌‌মাযে জানাযাহ অনু‌ষ্ঠিত হ‌বে ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর