বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ এর পাশাপাশি বাগেরহাট-১ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে এসে তিনি বাগেরহাট-১ আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তিনি এখন শুধু ঢাকা-১৩ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে মাওলানা মামুনুল হকসহ বাগেরহাটের ৪টি আসনে ছয় প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) আমির মাওলানা মামুনুল হক মনোনয়ণ প্রত্যাহার করেছেন। বাগেরহাট-২ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, একই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের (দেয়াল ঘড়ি) বালী নাসের ইকবাল মনোনয়ন প্রত্যাহার করেছেন।
বাগেরহাট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি‘র মোল্লা মোঃ রহমাতুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা মার্কা) মোঃ জুলফিকার হোসেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এনসিপি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন তার পক্ষে কাজ করবেন।
আর বিএনপির সাবেক জেলা সভাপতি স্বতন্ত্র প্রার্থী এমএ সালাম বলেন, দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। দলীয় প্রার্থীর পক্ষে কাজ করবেন।
এনএইচ/