সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


চট্টগ্রামে ফিরলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হাসপাতাল থেকে রিলিজ পেয়ে চট্টগ্রাম ফিরেছেন।

অবস্থার উন্নতি হওয়ায় আজ (৭ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। তিনি ঢাকার বারডেম হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন।

বিকেলেই আল্লামা জুনায়েদ বাবুনগরী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হন।

জানা যায়, তিনি এখন মোটামুটি সুস্থ। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় কিছুদিন পর আবারো তাকে চেকআপের জন্য ঢাকায় আসতে হবে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে ঢাকার খিদমাহ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পায়ে অস্ত্রোপচার হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য বারডেমে স্থানান্তর করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ