শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


মাহফিলে যাওয়ার পথে রিকশা উল্টে প্রাণ হারালেন মুয়াজ্জিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীতে অটোরিকশায় করে মাহফিলে যাওয়ার পথে আবদুস সাত্তার হাওলাদার (৭৫) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শহরের কোস্টগার্ড সিজি বেইস এলাকায় অটোরিকশাটি উল্টে গেলে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সাত্তার মির্জাগঞ্জ ঘটকান্দা আকন বাড়ি জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

নিহতের স্বজন উজ্জ্বল সিকদার জানান, মির্জাগঞ্জ থেকে পটুয়াখালীর পাঙ্গাসিয়া এলাকায় মাহফিলে জোগ দেয়ার উদ্দেশ্যে রওনা দেন সাত্তার। পথে অটোরিকশার সামনে হঠাৎ একটি শিশু এসে পড়লে শিশুটিকে বাঁচাতে গিয়ে উল্টে যায় অটোরিকশাটি। এতে নিহত হন সাত্তার।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ