বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৬ রজব ১৪৪৭


নদী থেকে শিশুর লাশ টেনেহিঁচড়ে তুলল কুকুর,

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদী থেকে একটি কুকুর শিশুর লাশ টেনেহিঁচড়ে তুলেছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের মিরেরহাট সন্ধ্যা নদীর তীর থেকে ওই শিশুর  মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় চকিদার মকবুল হোসেন জানান, একটি কুকুরকে ওই শিশুর লাশটি নদী থেকে টেনেহিঁচড়ে তুলতে দেখেন তিনি। এটা দেখে তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করেন।

রোববার সকালে ওই মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানোর কথা জানান। এ ছাড়া ওই শিশুর পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে বলে জানান, বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান।

এ ব্যাপারে স্থানীয় চকিদার মকবুল হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় একটি ইউডি মামলা করেছেন।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ