শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

টেকনাফে কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,কক্সবাজার (জেলা প্রতিনিধি)>

পঞ্চগড়ে কাদিয়ানীর আহুত জাতীয় ইজতেমা বন্ধ ও সরকারীভাবে কাদিয়ানীদের কাফের ঘোষনার দাবীসহ বিভিন্ন স্লোগানের মুখে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি বুধবার বিকাল ২টায় টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা কওমী মাদরাসা পরিষদের ব্যানের উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে টেকনাফ পৌর সভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওলামাদের নেতৃত্বে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল এসে জমায়েত হয়। সেখান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহন করেন। এতে টেকনাফের সর্বত্র জনসাধারণ অংশ নেয়।

এসময় টেকনাফ আল জামেয়া আল ইসলামিয়া মাদরাসার পরিচালক শায়খুল হাদিস মাওলানা মুফতি কিফায়েত উল্লাহ শফিক বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সা. শেষ নবি। তার পর কোন নবী রাসুল পৃথীবিতে আগমন করবেনা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে কিছু ভন্ডের অভির্বাভ ঘটেছে। তারা নিজেকে মিথ্যা নবীর দাবী করে বসে। এমনি একজন হচ্চে গোলাম আহমদ কাদিয়ানী।

তিনিও নিজেকে নবি দাবী করেছে।তাদের কিছু অনুসারী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। ইতি মধ্যে কয়েকটি দেশে তাদেরকে (কাফের) অমুসলিম ঘোষনা করা হয়েছে। আমরাও বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাচ্ছি কাদিয়ানী সম্প্রদায়কে অবিলম্বে অমুসলিম ঘোষনা করা হোক। তারা অন্যান্য ধর্মাবলম্বীদের মত বসবাস করতে পারে।

আগামী ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে কাদিয়ানীদের আহুত জাতীয় ইজতেমা বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিচ্ছি। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবরাং বড় মাদরাসার মুহতামিম মাওলানা নুর আহমদ,মাওলানা ইলিয়াছ ফারুক্বী, মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, প্রমুখ।

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন, টেকনাফ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুল হক এবং উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠিত সমাবেশ শায়খুল হাদিস মাওলানা মুফতি কিফায়েত উল্লাহ শফিক সাহেবের মুনাজাতের মাধ্যমে শেষ হয়৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ