বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী, রিট খারিজ আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের: শায়খে চরমোনাই জামায়াত সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে হেফাজত আমীরের অভিনন্দন হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা আজ বিকেল থেকে প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট দিতে পারবেন প্রথমবারের মতো বাংলাদেশে সরকারি সফরে আফগান উপমন্ত্রী জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু ধানের শীষের ববি হাজ্জাজের বিপরীতে রিকশা প্রতীক পেলেন মজলিস আমির মসজিদ ব্যবস্থাপনায় নীতিমালা করল সরকার, গেজেট প্রকাশ

ভালোবেসে গাজীপুরে এসে ইসলাম গ্রহণ মার্কিন প্রেমিকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

পরিচয় ফেসবুকে, এরপর বন্ধুত্ব। এবং একদিন মন বিনিময়। শেষমেশ সাত সমুদ্র তের নদী পাড়ি দেওয়া।

এমন গল্পযোগ্য সম্পর্কের অল্প কিছু সংবাদ আগেও হয়েছে। যেমন– প্রেমের টানে ব্রাজিলের নারী সেওমা বিজেরা এসেছেন হবিগঞ্জে বা মার্কিন তরুণী এলিজাবেথ এসেছেন ঝিনাইদহে। এবার এই তালিকায় যুক্ত হলো আরেকটি নাম, ডেন হোয়াইট।

মার্কিন যুক্তরাষ্ট্রের এই তরুণ এসেছেন গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়া গ্রামে; ওই গ্রামের সোলাইমানের মেয়ে মাসুমা সুলতানা শান্তার প্রেমের টানে। মাত্র দুই মাসের এই সম্পর্কের গল্পেও দেশ বা সংস্কৃতির ভিন্নতা বাধা হতে পারেনি।

বিয়েতে বাধা ছিল কেবল ধর্ম। সেই বাধা দূর করতে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন হোয়াইট; নাম বদলে হয়েছে মোহাম্মদ আলী। বর্তমানে তিনি গাজীপুরের মির্জাপুরের নয়াপাড়ায় শ্বশুর বাড়িতেই অবস্থান করছেন।

এ ব্যাপারে মাসুমা সুলতানা শান্তা বলেন, 'মাত্র দুই মাসের পরিচয় আমাদের। এরই মধ্যে ঘটে যায় অনেক কিছু। মূলত ফেসবুকে একটি বিতর্ক (ডিবেট) গ্রুপের মাধ্যমে ডেনের সঙ্গে পরিচয় হয় আমার। এরপর থেকেই নিয়মিত যোগাযোগ হতো আমাদের। ওর সঙ্গে কথা হতো ভিডিও কলে। এভাবে কথা বলতে বলতে মনের অজান্তে আমরা পরস্পরকে ভালোবেসে ফেলি। সেই ভালোবাসার সম্পর্ক শেষপর্যন্ত গড়ায় বিয়েতে।’

শান্তা আরও বলেন, 'ভিডিও কলে আমাদের উভয় পরিবারের সদস্যরাও পরস্পরের সঙ্গে কথা বলেন। উভয় পরিবারের সম্মতিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ে করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেছি আমি। একমাস ধরে ভিসা প্রসেসিং করেও কাজ হয়নি। এই অবস্থায় বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত নেয় ডেন। ফেব্রুয়ারি মাসের ১ তারিখে ডেন হোয়াইট বাংলাদেশে আসে। ওই দিন ঢাকার হজরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে আমার সঙ্গে তার প্রথম দেখা হয়। এটিই আমাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। ওইদিনই তাকে নিয়ে গাজীপুরে আমাদের বাড়ি আসি। এরপর চলে বিয়ের আয়োজন।’

ডেনের ইসলাম গ্রহণের বিষয়ে শান্তা বলেন, 'ডেন খ্রিষ্টান। পরে মুসলমান হওয়ার আগ্রহ প্রকাশ করে সে। সেই অনুযায়ী মুসলমান হয়। তার বর্তমান নাম মোহাম্মদ আলী। বাঙালি রীতি মেনে ৩ ফেব্রুয়ারি আমাদের গায়ে হলুদ এবং আংটি বদলসহ বিয়ের নানা আনুষ্ঠানিকতা শেষ হয়। মোহাম্মদ আলী বর্তমানে আমাদের বাড়িতে। আমরা ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ