ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বুধবার বিকেল ৫টা থেকে ভোট দিতে পারবেন ভোটাররা। এতে `পোস্টাল ভোট বিডি‘ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা ভোট দিতে পারবেন।
ইসির পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপে নিবন্ধনকারী প্রবাসী ভোটাররা ২১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫টা থেকে অ্যাপে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপ দেখে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোট দেওয়ার পর হলুদ খাম আগামী ২৫ জানুয়ারির মধ্যে নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিতে হবে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
আরএইচ/