শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

সড়কে মৃত ২ ছেলের ক্ষতিপূরণ আনতে গিয়ে লাশ হলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ ঘটনা ঘটে ফেনীতে। ফেনীর চনুয়া ইউনিয়নের উত্তর চনুয়া গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই ছেলে গত বছরের ১৪ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় মারা যান।

নূর মোহাম্মদ ও নূর নবীর মৃত্যুতে ক্ষতিপূরণের টাকা নিতে ফেনী পুলিশ সুপার কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। পথে দুর্ঘটনার কবলে পড়ে তার পুরো পরিবার। দুর্ঘটনায় মারা গেছেন, আবদুস সোবহান ও তার নাতনি সাইকা আক্তার।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে লেমুয়া ব্রিজের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনজন মারা গেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

ফেনী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান শাম্মী জানিয়েছেন, আহত ৭ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব হোসেন বলেন, উপকূল পরিবহনের একটি হিউম্যান হলার মহাসড়কের লেমুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়।

এতে হিউম্যান হলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

এ ঘটনায় আহতরা হলেন, খালেদা আক্তার, নোভা, সুরাইয়া জাহান, আসমা আক্তার, জমির উদ্দিন, মজনু ও কালাম। মজনু, নোভা ও সুরাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ