আওয়ার ইসলাম: ঢাকা মহানগর দায়রা জজ ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
তবে সূত্রাপুর থানার ওসি মশিউর রহমান বলেন, লিফট ছিঁড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ঢামেক জরুরি বিভাগে আসেন সাতজন। একজন চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকি ছয়জন ভর্তি রয়েছেন। তারা সবাই আঘাতপ্রাপ্ত।
ন্যাশনাল মেডিকেল কলেজের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাশেদুল হাসান জানান, লিফট ছিঁড়ে আহত হওয়া ১৪ জনকে এখানে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ১৩ জনকে ঢাকা মেডিকেল ও একজনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ দুর্ঘটনায় আহত হয়ে সেখানে ভর্তি হওয়া কয়েকজনের মধ্যে রয়েছেন আইনজীবী সুলতান, নাহার, সোয়াদ খান, আইয়ুব আলী, কাওসার আলম মিঠু, মুহুরী মো. আমিন, পেশকার মো. সুমন ও কোর্ট স্টাফ আমিনুল হক। এছাড়া, লিফটম্যানের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলমকেও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদালত সূত্র জানায়, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটে মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।
আরএম/