বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭

শিরোনাম :
রমজান ও নির্বাচন সামনে রেখে এলপিজি সরবরাহ নিশ্চিতের নির্দেশ অর্ধশতাধিক আসনে খেলাফত মজলিসের মনোনয়ন প্রত্যাহার হান্নান মাসউদকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার মায়ের দোয়া অনুষ্ঠানে ইমামকে অনন্য সম্মান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নিতে চাই : তারেক রহমান রমজানে একজন দক্ষ দাঈ হিসেবে গড়ে তোলার আয়োজন আস-সুন্নাহর ২৯ আসনে খেলাফত মজলিসের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সিলেট-৩: মুসলেহ উদ্দীন রাজুকে সমর্থন জানিয়ে সরে গেলেন তিন প্রার্থী যে কারণে একের পর এক খুন করেন সম্রাট

সিসিটিভি ফুটেজ বলছে, দোকানে ঢুকে সোনাদানা চুরি করেছেন ডোনাল্ড ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দোকানের কাচ ভেঙে নানা জিনিসপত্র চুরি করছেন ডোনাল্ড ট্রাম্প! হ্যাঁ, অস্ট্রেলিয়ার একটি সিসিটিভি-তে এমনটাই ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সারা দেহ কালো পোশাকে ঢেকে রাতের অন্ধকারে বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে চুরি করছেন মাথাভর্তি সোনালি চুল-ওয়ালা ট্রাম্প।

সিসিটিভি ফুটেজে ডোনাল্ড ট্রাম্পকে চুরি করতে দেখা গেলেও ট্রাম্প আদতে এ কাজ করেনি। আসল ব্যাপার হলো– অস্ট্রেলিয়ার এক চোর চুরি করার জন্য এমনই অভিনব এক পন্থা অবলম্বন করেছে। নিজের মুখ লুকোতে খোদ ট্রাম্প সেজে চুরি করতে বেরুচ্ছে সে।

অর্থাৎ তার মুখে বসানো মার্কিন প্রেসিডেন্টের মুখোশ। আর সিসিটিভি ফুটেজে তেমনটাই দেখা যাচ্ছে। যেমন রবিবার ভোরেই অস্ট্রেলিয়ার স্ট্রাথপাইনের একটি গয়নার দোকানের কাচ ভেঙে হাত ঢুকিয়ে সেখানে থেকে জিনিসপত্র চুরি করছে সেই চোর। কিন্তু তার মুখ দেখে চেনার কোনও উপায়-ই নেই। কারণ আপাতভাবে তাকে দেখে ডোনাল্ড ট্রাম্প ছাড়া অন্য কারও কথা মনে হবে না। মনে হবে, ট্রাম্প নিজেই চুরি করছেন দোকান ভেঙে।

পুলিশ জানায়, ওই গয়নার দোকানের কাচ ভেঙে বেশ কয়েকটি ঘড়ি বগলদাবা করে সে। শুধু তা-ই নয়, একটি ইলেকট্রনিক্সের দোকানের কাচ ভেঙেও বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে পালায় সে। তার খোঁজে চলছে তল্লাশি। কোনও ব্যক্তি ওই চোরের সন্ধান পেলে, অবশ্যই থানায় যোগাযোগ করতে বলেছে পুলিশ। কিন্তু কীভাবে মিলবে খোঁজ, তাকে তো ট্রাম্প বলেই চিনছেন সকলে!

তবে ধরা পড়ুক বা না পড়ুক, ট্রাম্প সাজা এই চোরের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। তার কীর্তি দেখে হেসেই খুন নেটিজেনরা। অনেকে আবার প্রশ্ন করেছেন, ঘটনাটা আদৌ সত্যি তো? অনেকে আবার বলে বসছেন, এটা ট্রাম্পের মুখোশই তো, সত্যি নয় তো? ভাগ্যিস এই মন্তব্য কানে পৌঁছয়নি মার্কিন প্রেসিডেন্টের!

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ