রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭


পাকিস্তানে পাঁচ তারকা হোটেলে হামলা; চলছে গোলাগুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদার শহরে পাঁচ তারকা পার্ল কন্টিনেন্টাল হোটেলে তিন থেকে চারজন বন্দুকধারী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হামলায় এখন পর্যন্ত এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এখনো পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানা যায়।

গোয়াদার স্টেশনের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় চারটা ৫০ মিনিটে এই হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী এবং সন্ত্রাসবিরোধী বাহিনী। ঘটনাস্থলে এখনো গোলাগুলি চলছে।

প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, পাঁচ তারকা হোটেলটিতে কোনো বিদেশি অতিথি ছিল না বলে নিশ্চিত করেছে পুলিশ।

এরইমধ্যে হোটেলে বেশিরভাগ অতিথিকে নিরাপদে বের করে আনা হলেও বন্দুকধারীরা হোটেলের ভেতরেই অবস্থান করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ