বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

ওসি মোয়াজ্জেমকে রংপুর থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: মাদরাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় ফেনীর সোনাগাজি থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে রংপুর নগরীর লালবাগ এলাকায় সাধারন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময় তারা ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার এবং রংপুর রেঞ্জ থেকে অপসারণ করার দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা রবিউল ইসলাম, মানষ চন্দ্র বর্মণসহ অন্যান্য নেতারা। বক্তারা অভিযোগ করে বলেন, বরখাস্ত পুলিশ কর্মকর্তাকে রংপুর রেঞ্জে বদলি করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। তাকে গ্রেফতার না করে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর বদলি করার খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় ওঠে। অনেকেই তার গ্রেফতার দাবি করেছেন।

সুজন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন বলেন, সোনাগাজি থানার ওসি মোয়াজ্জেমের মতো কুলাঙ্গার ব্যক্তিকে রংপুরের জনগণ কোনোভাবেই গ্রহণ করবে না। তাকে গ্রেফতার না করে কেন রংপুরে বদলি করা হলো সে ব্যাপারেও প্রশাসনের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

মানববন্ধন ও সমাবেশে জুতা প্রদর্শন করে নারী নির্যাতন ও হত্যাকারীদের সহযোগী ওসি মোয়াজ্জেম হোসেনের প্রতি ঘৃণা প্রকাশ করা হয়। পাশাপাশি হত্যার ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ