রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আরও দুই নেতা যেসব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া জাগো হে কওমি তারুণ‍্য! রাতেই ঢাকাসহ তিন অঞ্চলে ঝড়ের আভাস অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর

বাচ্চার জন্য স্বপ্নে চুরি, স্বপ্নেই নিশ্চিত হলো চাকরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিজের শিশু বাচ্চার জন্য দুধ চুরি করে ধরা পড়া সেই বাবাকে চাকরি দিল সুপার শপ স্বপ্ন। আগামীকাল সোমবার থেকেই শিশুটির বাবা স্বপ্ন পরিবারে কাজে যোগ দেবেন বলে জানা যায়।

আজ রোববার বিকেলে ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম এ তথ্য জানান।

জাহিদুল ইসলাম বলেন, নিজের সন্তানের জন্য দুধ চুরি করে ধরা খাওয়া বাবা আজ এসেছিলেন আমার অফিসে। আমি স্বপ্নের লোকজনকেও ডেকেছিলাম। তারা লোকটিকে নিয়োগপত্র দিয়েছেন। তারপর আমার অফিস থেকে তাঁকে স্বপ্নের অফিসে নিয়ে যায়। কাল থেকেই তিনি স্বপ্নে যোগ দেবেন।

জানতে চাইলে স্বপ্নের হেড অব সেলস সামসুদ্দোহা শিমুল বলেন, ‘আমরা তাকে নিয়োগপত্র দিয়ে দিয়েছি। এখন তাকে নিয়ে আমরা মিটিংয়ে বসব। তিনি কোন বিভাগে কাজ করতে আগ্রহী বা কোথায় তিনি ভালো কাজ করতে পারবেন সেটা আমরা জেনে নেব আগে।

সে অনুযায়ী তার বেতন কাঠামো ঠিক করা হবে। মোটামুটি তিনি আগামীকাল থেকেই আমাদের পরিবারের সঙ্গে কাজ করা শুরু করবেন।’

গত শুক্রবার খিলগাঁওয়ে সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে শহীদ বাকি সড়ক এলাকায় এক বাবা তার নিজ সন্তানের জন্য দুধ চুরি করতে গিয়ে ধরা পড়েন জনসাধারণের হাতে।

জনসাধারণ তাকে টেনেহেচড়ে নিয়ে যান ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলামের কাছে।

লোকজন ও চুরির দায়ে অভিযুক্ত শিশুর বাবার কাছ থেকে পুরো ঘটনা শোনেন এসি জাহিদুল। সাধারণ মানুষ এসিকে জানালেন, ‘স্বপ্ন সুপার শপ থেকে লোকটি এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিলেন।’

এদিকে অভিযুক্ত লোকটি বলেন, ‘স্যার, তিন মাস হলো চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই। তাই চুরি করছি। বাচ্চাকে তো বাঁচাতে হবে? কী করব বলেন?’

ঘটনা শোনার পর এসি জাহিদুল জানতে চাইলেন দুধের দাম কত। তখন একজন জানালেন, দুধের দাম ৩৯০ টাকা। সঙ্গে সঙ্গে জাহিদুল ইসলাম ওই দুধের দাম মিটিয়ে লোকটিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করলেন।

এ ঘটনাকে নিয়ে জাহিদুল ইসলাম ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে লোকটিকে চাকরি দেওয়ার কথা জানায় সুপার শপ স্বপ্ন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ