আওয়ার ইসলাম: জওহরলাল নেহরুর পরিবর্তে মুহাম্মদ আলি জিন্নাহ প্রধানমন্ত্রী হলে ভারত ভাগ আটকানো যেতো, এমনটাই দাবি করলেন মধ্যপ্রদেশের রাতলামের বিজেপির লোকসভার প্রার্থী গুমান সিং দামোর।
এক নির্বাচনী সভায় দামোর বলেন, ‘ভারতের স্বাধীনতার সময় জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার জন্য একগুঁয়ে না হলে দেশভাগ আটকানো যেতো। মুহাম্মদ আলি জিন্নাহ অত্যন্ত শিক্ষিত একজন মানুষ ছিলেন। জিন্নাহ প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না। দেশভাগের জন্য একমাত্র দায়ী কংগ্রেস।’
কেপি