আওয়ার ইসলাম: নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে বড় বিপদ বলে মনে করেন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তার অভিযোগ, ‘ভারতে দাঙ্গা লাগিয়ে রাজনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি। কিন্তু সে ‘চেষ্টা' সফল হবে না।
সোমবার একসভায় কলকাতার মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি মরে গেলেও কলকাতায় একটা দাঙ্গা করতে কাউকে দেব না।'
তার অভিযোগ, ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে জিততে দাঙ্গা করার পরিকল্পনা নিয়েছে বিজেপি।
তার কথায়, ‘মোদী ডায়মন্ড হারবারে দাঙ্গা করতে চান। তিনি দেশের সবচেয়ে বড় বিপদ। মোদী আবার ক্ষমতায় এলে দেশের কী হবে! বাংলা এমন একটা জায়গা যেখানে সমস্ত ধর্ম একসঙ্গে মিলেমিশে থাকে। আমি আমার জীবন দিয়ে দেবো, কিন্তু বাংলায় দাঙ্গা করতে দেবো না।’
মমতা বলেন, ‘লোকজন ভাবে আমি মুসলমানদের তোষণ করি। আচ্ছা বলুন তো, তোষণ মানে কী? মুসলমান সম্প্রদায়ের মানুষরাও এই রাজ্যের অংশ। কেন এটাকে নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি?’
কেপি